আর্ত মানবতার সংগঠন মরুর বুকে সংযুক্ত আরব আমিরাত কুলাউড়া সমিতির পক্ষ থেকে আজ ৭ই জুন রোজ সোমবার বিকাল ‘৪’ ঘঠিকার সময় স্হানীয় পীরের বাজারে কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের বাসিন্দা অসুস্থ মোহাম্মদ বয়তুল্লা ও মোছাঃ বেগম কে চিকিৎসাতে আর্থিক অনুদান প্রধান করা হল।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ মসুদ আলী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সারোয়ার তালুকদার।
স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আলতাপুর রহমান, প্রিন্সিপাল নুরানী মাদ্রাসা, মসাইদ আলী, মোহাম্মদ আরকার মিয়া, ব্যবসায়ী, সালা উদ্দিন, সমাজ সেবক মোহাম্মদ মাহমুদ আলী।
মোহাম্মদ মসাহীদ আলী।
মরুর বুকে সু-সংগঠিত কুলাউড়া সমিতি সব সময় মানবজাতির কল্যাণে ও মানবতার কাজ করে যাবে। এসময় স্হানীয় নেতৃবৃন্দ কুলাউড়া সমিতির মানবকল্যানের কাজ দেখে ভূয়সী প্রশংসা করেন।


