শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসর
মাহদী হাসান চৌধুরী মাহদী হাসান চৌধুরী
বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জিএমএজি ওসমানী হল মাঠে অনুষ্ঠিত হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় আনন্দঘন পরিবেশে জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আইটিইটির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ এনায়েত হোসেন, হাইটেক কালার কেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি: রায়হান রতন, ইমটেক্স সল্যুশনস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহা: মইদুল ইসলাম (মইদ), পুলক্রা কেমিক্যালস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জি: আজমল হোসেন, আইটিইটি আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ইঞ্জি: সায়েদুর রহমান সাঈদ, বুটেক্সের ওসমানী হলের হল প্রভোস্ট অধ্যাপক ড.সাইদুজ্জামানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন বলেন, আইটিইটি প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন এবং এই ধরনের আয়োজন সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এক প্রকার মিলনমেলা। আগামী দুই মাসের এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য হবে বলে আমি আশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইঞ্জি: মোঃ এনায়েত হোসেন বলেন, প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে টুর্নামেন্ট শেষ করবেন। আমি সকল স্পন্সর এবং আইটিইটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের প্রতি ধন্যবাদ জানাই সুন্দর একটি আয়োজন করার জন্য।
এছাড়া ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক সাইদুজ্জামান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আইটিইটির দায়িত্বরত সকলকে আমি ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে এই আশা ব্যাক্ত করি।
উদ্বোধনী অনুষ্ঠানিকতার পরপরই আরেক্রোমা এফসি ও হিউটেক বিডি এর মাঝে টুর্নামেন্টটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় বুটেক্স ওসমানী হলের মাঠ যেন টেক্সটাইল ইঞ্জিনিয়াদের মিলন মেলায় পরিণত হয়।