বগুড়ায় জুয়ার আসরে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৭

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১ 837 views
শেয়ার করুন

 

বগুড়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যার পর সদরের চারমাথা ভবের বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার র‍্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, ৬টি মুঠোফোন, ১১টি সিম ও নগদ ২২ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পালশা এলাকার বাসিন্দা কাওছার (২৭), শিকারপুর পূর্বপাড়া এলাকার সুমন হোসেন (২৮), বাবু মিয়া (৩০), নিশিন্দারা পাইকারপাড়ার মিলন হোসেন (৩০), ঠনঠনিয়া পশ্চিমপাড়ার নজরুল ইসলাম সাদ্দাম (৩০), কৈঢ়র পূর্বপাড়ার ইউসুফ আলী (৩৮) ও বানদীঘি ইছাবপুর এলাকার বাসিন্দা খোকন মিয়া (২৫)।

র‍্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।