বাংলাদেশ সমিতি শারজাহের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১ 525 views
শেয়ার করুন

 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্থাপনের পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশ সমিতি শারজাহ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে এ কথা বলেছেন বক্তারা।

শুক্রবার সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব এম এ বাসার। সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি প্রবাসিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা স্থাপনে একযোগে কাজ করার আহবান জানান।

শুরুতে দু দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন করিমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহমাম্মদ ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজজ্জেম হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসের ও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী জাফর চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আবদুস সালাম খান, প্রকৌশলী শহিদুল ইসলাম, কাজী গুলশান আরা সহ আরো অনেকে।

পরে সমিতির কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, সমিতির কার্যকরী কমিটির ২ বছর পূর্ণ হতে চলছে। বিগত দিনে সমিতির পথচলা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি এম এ বাসার।

 

অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের যাত্রা করা হয়।