পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যাক্ত করায় এক যুবক আটক

আরীফুল ইসলাম আরীফুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ 522 views
শেয়ার করুন
পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে উত্যাক্ত করার দায়ে সজিব (২২) নামের এক যুবককে আট করা হয়েছে। তার স্বীকারোক্তিতে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল বৃহস্পতিবার (২০ই আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন। সজিব উপজেলার আঙ্গিয়াদী গ্রামের শহীদুল্লার ছেলে বলে জানা যায়। পেশায় একজন অটো রিকশা চালক।
 
সূত্রে জানা যায়, ওই যুবক পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে পূর্ণরায় সজিব ওই প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করছিল।
 
সে সময় বাড়ির লোকজন তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমানকে মুঠোফোনে জানায়।
 
পরে সহকারী কমিশনার (ভূমি) পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
 
সে সময় প্রবাসীর স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই যুবক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।