টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ 596 views
শেয়ার করুন
টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
 
শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
 
এ সময় নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.কুদরত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চঁাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। এ ছাড়াও উপজেলা প্রশাসনের তরফ থেকে কালো ব্যাজ ধারণ করা হয়।
 
এছাড়াও থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সংস্থা, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর স্মরণে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অসুষ্ঠিত হয়। পরে অনলাইনের মাধ্যমে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
 
এছাড়া উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ১৩ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও যুব উন্নয়ন অফিসের মাধ্যমে আত্মকর্মসংস্থানের জন্য ঋনের চেক বিতরন করা হয়। প্রশাসনের বাইরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে।