সিলেট-লন্ডন ফ্লাইট পুনরায় চালু হচ্ছে : জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র অভিনন্দন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০ 329 views
শেয়ার করুন

কবিড-১৯ মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা লন্ডন-সিলেট সরাসরি বিমানের ফ্লাইট আবারো চালু হচ্ছে। আন্তঃ মন্ত্রণালয় সভায় দ্রুত এই সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মহিবুর রহমান মুহিব, চ্যানেল এস’র চেয়ারম্যান এবং জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,

বাংলাদেশ ক্যাটারার্স এসোাসিয়েশনের প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সহ সভাপতি এম এ মুনিম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সেক্রেটারি আমিনুল হক জিল্লু, ট্রেজারার এনাম উল হক চৌধুরী। প্রেস সেক্রেটারি এম এ এম জাহেদী ক্যারল।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ। এতে সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় সিলেটের প্রবাসীরাও বিপাকে পড়েন। সরাসরি লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবি জানান জালালাবাদ এসোসিয়েশন ইউকেসহ দেশ বিদেশে সিলেটের বিভিন্ন সংগঠন।

এ অবস্থায় গত বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় সিলেট-লন্ডনের সরাসরি বিমানের ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

যুক্তরাজ্য প্রবাসীদের দাবির সাথে একাত্মতা পোষন করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে তাৎক্ষনিক এক ভিডিও কলের মাধ্যমে
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে র সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসীদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেন।