
গত ৩রা সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট মঞ্জিল মোর্শেদের উপস্থিতিতে সংগঠনের লন্ডন সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার পদে যথাক্রমে সাংবাদিক রহমত আলী, কাউন্সিলার আয়াস মিয়া ও মিসবাহ উদ্দিন আহমদকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান জানানো হয়।
সম্প্রতি নব নির্বাচিত সভাপতি মোঃ রহমত আলী ও সাধারণ সম্পাদক কাউন্সিলার আয়াস মিয়া স্বাক্ষরিত পুনঃর্গঠিত কমিটির দ্বায়িত্ব প্রাপ্তদের নাম তুলে ধরা হলো।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর ইউকে শাখার নব নির্বাচিত বৃন্দ হলেন সভাপতি সাংবাদিক মো. রহমত আলী, সহ সভাপতি সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার আহবাব হোসেন, এলাইছ মিয়া মতিন, শাহ মুনিম ও মুহাম্মদ শরীফুজ্জামান। সাধারণ সম্পাদক সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সহ সম্পাদক মোদাব্বির হোসেন মধু মিয়া, আব্দুল আজিজ ও কামাল হোসেন। ট্রেজারার মিসবাহ উদ্দিন আহমদ, সহকারি ট্রেজারার আবু সবুর ও আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক নেছার আলী লিলু, আঙ্গুর আলী ও নাজমুল হুদা, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক এম এ জামান, সহ পাবলিসিটি সম্পাদক নুরুর রশিদ, লিগ্যাল এফয়ার্স সেক্রেটারী সলিসিটর মনিরুজ্জামান, সহ লিগ্যাল এফেয়ার্স সেক্রেটারি সলিসিটর ইয়াওর উদ্দিন, কমিউনিটি এফেয়ার্স ফারুক মিয়া, সহ কমিউনিটি এফেয়ার্স আব্দুল হালিম ও কাজী খালেদ আহমদ, অফিস সেক্রেটারি আলা উদ্দিন, মহিলা সম্পাদক তামান্না মিয়া।
নির্বাহী সদস্য রিদয়ান খাঁন, জিয়াউর রহমান, মিস বন্যা আহমদ, ওয়ারিস আলী, এডভোকেট আমিরুল ইসলাম নজমুল, সাংবাদিক সৈয়দ জহুর, আব্দুল খালিক, আবু তাহের।