নকলনামা!

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ৫, ২০২০ 865 views
শেয়ার করুন

হচ্ছে নকল পরীক্ষাতে চলছে নকল বাড়িতে
সবখানেতে নকল আছে সেমি, কমা, দাড়িতে।
হচ্ছে নকল মেধার লড়াই যুদ্ধদিনের ছবিও
সাজছে নকল অনেক জনা লেখক এবং কবিও।

তেলটা নকল সেলটা নকল এবং নকল কলমও
বাজারেতে দেখি নকল চুলকানির ওই মলমও
নকল কথার ছড়াছড়ি পাচ্ছি এখন বই সবে
হচ্ছে নকল আমার খেলা খেলছি যেটা শৈশবে।

হচ্ছে খবর বড়ই জবর নকল পেপার টিভি এ
চানাচুরও নকল হলো বুঝে গেলাম চিবিয়ে
নকল নকল বাড়ছে ধকল জানে এটা সকলে
তবু কেন চারদিকেতে ভরে গেছে নকলে?

নকল মানে চুরি করা চোরের আবার লাজ নেই
মানবতা হারছে কোথায়, মানুষ মাঝে আজ নেই
কপি মানে চুরি জানি তাইলে কেন মত্তরে–
ওরে মানুষ এসো ফিরে মানুষ নামের চত্বরে
বলছি অতি সত্বরে।

দুবাই, ২১ ফেব্রুয়ারি ২০১৭