সেভ সিলেটের মানবিক কাজ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ 384 views
শেয়ার করুন
সিলেট বিভাগের সবচেয়ে বড় সামাজিক প্লাটফর্ম সেভ সিলেট আজ ১৮জুলাই, শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যের খাবার ও সবজি প্যাক বিতরণ করেছেন সেভ সিলেটের ভলান্টিয়াররা।
ফেঞ্চুগঞ্জের অসহায়-হতদরিদ্রদের মধ্যে সবজি বিতরণ করেন সেভ সিলেট এর ফেঞ্চুগঞ্জ উপজেলার ভলান্টিয়ার টিম। বন্যা ও মহামারী করোনার জন্য বিশেষ করে বন্যা দূর্গত, বিধবা, এতিম অসচ্ছল পরিবারদের মধ্যে বাড়ি বাড়ি ফুড প্যাক পৌঁছে দেন ভলান্টিয়াররা। ফুড প্যাকিং ও বিতরণ কাজে ছিলেন খায়ের খান, মুহাইমিন আহমদ বাবলু, হাফিজ জামিল আহমদ, কামরুল হাসান, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল মুতালিব, মুহিতুর রহমান নিশান, রাসেল আহমদ, জুবেল আহমদ, ফাহিম আহমদ, আফজল আহমদ, আরাফাত চৌধুরী, মাজহারুল ইসলাম মাজেদ, ফারাবী ইউনুস, শাওনুর রহমান, নুরুজ্জামান, হারুনুর রশীদ, সৈয়দ মোস্তফা জামান রাফি, আব্দুল হামিদ ফাহিম, ফুয়াদ আহমদ শাহ, জুবেদ আহমদ, সাজিদুল ইসলাম, জাহিদ হাসান, লিটন বিশ্বাস, নাহিদ আহমদ, আব্দুল আহাদ শিপন, সেনু মিয়া, সজিবুল ইসলাম, মুনায়েম আহমদ, এনামুল ইসলাম মুন্না প্রমুখ।