বিএনপি নেত্রীর উপদেষ্টা জাফরুল হাসানের ইন্তেকাল

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ 982 views
শেয়ার করুন

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাফরুল হাসান দীর্ঘদিন কিডনি ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু খবরটি নিশ্চিত করেছেন।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাফরুল হাসানের লাশ রাজধানীর শ্যামলীর বাসায় নেয়ার পর বাদ আসর জানাজা শেষে মরদেহ নিজ গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা। সেখানে জানাজা শেষে আলিপুর কবরস্থানে দাফন করা হবে।

/এসএস