সিরাজগঞ্জে যমুনার পানিতে ডুবছে নিম্নাঞ্চল

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ 516 views
শেয়ার করুন

সিরাজগঞ্জে গত দুই দিন ধরে বেড়েই চলছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি বাড়ার সাথে সাথে বাড়ছে বানভাসি পানিবন্দি মানুষের সংখ্যা।

 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্ট পানি সোমবার দুপুর ১২টায় ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার কাজিপুর উপজেলা পয়েন্টে যমুনা নদী ২৯ বৃদ্ধি পেয়ে তা সকালে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে যমুনা নদী-অধ্যুষিত সিরাজগঞ্জ সদর, কাজিপুর উপজেলা, বেলকুচি উপজেলা চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় দরিদ্র অসহায় মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। তারা সহায়-সম্বল, গরু-ছাগল, হাস-মুরগি নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকে ঘরের খাট-চকি দিয়ে মাচা বানিয়ে পরিবার পরিজন নিয়ে গাদাগাদি করে মানবেতর জীবন যাপন করছে। জ্বালানি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসি পানিবন্দি মানুষের দুর্ভোগে পড়েছে।

অন্যদিকে গতকাল রবিবার সন্ধ্যার আগে কাজিপুর উপজেলার রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা সড়কটি পানিতে তলিয়ে গেলে আশপাশের এলাকায় পানি ঢুকে ডুবে গেছে দেড়শতাধিক বাড়িঘর। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দুই হাজার মানুষ।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেড় কিলোমিটার দৈর্ঘ্যর পাকা সড়কটি ডুবে গেছে। এতে শুভগাছা ইউনিয়নের পানিবন্দি মানুষদের জন্য ২৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষদের তালিকা করে তাদের মধ্যে বিতরণ করা হবে।