চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীকে ইউএনওর চিকিৎসা সহায়তা

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০ 1,134 views
শেয়ার করুন
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৌর এলাকার আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা ও শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী জবা আক্তারকে চিকিৎসা সহায়তা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।
 
এসময় উপস্থিত ছিলেন টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন, আরএমও ডাঃ ফাতেমা হক সহ কমপ্লেক্সের কর্মরত অন্যান্য স্টাফবৃন্দ।
 
সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কলেজ পড়ুয়া ছাত্রী জবা আক্তারের চিকিৎসা সহায়তা চেয়ে পোস্ট করেন। বিষয়টি ইউএনওর নজরে আসলে গত (মঙ্গলবার) অসুস্থ জবাকে দেখতে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং নগদ ১০ হাজার টাকা তার চিকিৎসা ব্যয়ের জন্য প্রদান করেন।
 
প্রসঙ্গত, গত চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে ভুগছেন ওই ছাত্রী।জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এডভোকেট মোস্তাক বাহার জানান, কলেজ পড়ুয়া ছাত্রী জবার পরিবার চিকিৎসার জন্য শেষ সম্বল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে। জবার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়, জবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে হবে । তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে জবার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে ফেইসবুকে সাহায্যের আবেদন করেছেন।