
প্রবাসিরা দেশের সূর্য সন্তান। দেশের বিমানবন্দরে অন্তত প্রবাসিদের হয়রানি বন্ধ করা সময়ের দাবি। বাংলাদেশ প্রবাসি সংস্থার ইফতার মাহফিলে এ কথা বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশী সংস্থার উপদেষ্টা ও আল মাগাফা টেনিসের সত্তাধীকারি আনোয়ার পাশা। প্রধান অতিথি ছিলেন প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সভাপতি বচন মিয়া তালুকদার।
প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সম্মানিত যুগ্ম সম্পাদক মোঃ এখলাছউর রহমান শান্ত এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আকাশ, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সদস্য আবদুল হামিদ প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ আলী।
আরও বক্তব্য রাখেন , প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সহ-সভাপতি আরজু মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশী সংস্থা সম্মানিত সদস্য আব্দুন নুর, হারুন মিয়া,আমির হোসেন, উস্তার মিয়া, রাসেল,ইব্রাহিম, হেলাল,আফিল,কিশনা,সবুজ,কবির,হুমায়ুন,জুনায়েদ প্রমুখ।
কোরআন তেলাওয়াত মাওলানা সালমান আহমদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান আহমদ হানিফ।