বড়লেখায় মদিনা প্রিন্টার্স,ইংলিশ স্পোকিং ও কম্পিউটার কোচিং সেন্টারের উদ্বোধন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১ 747 views
শেয়ার করুন

আজ বড়লেখায় মুফতি জামিল ক্বাসেমী কাঞ্চনপুরী (দা:বা:)এর প্রতিষ্ঠিত মদিনা প্রিন্টার্স,ইংলিশ স্পোকিং ও কম্পিউটার কোচিং সেন্টারের “উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উলামা জমিয়তের মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ বদরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সমাজসেবী, ছাত্রনেতা শিল্পী রেজাউল করীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব সোয়েব আহমদ, চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জনাব তাজ উদ্দিন সাহেব,ভাইস চেয়ারম্যান, বড়লেখা উপজেলা পরিষদ, মাও. রমিজ উদ্দিন সাহেব,সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়ত বড়লেখা উপজেলা, মাও. মুফতি রুহুল আমীন সাহেব, খতীব, বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ।

কাজী মাওঃ এনামুল হক,সভাপতি, খেলাফত মজলিস বাংলাদেশ বড়লেখা উপজেলা, মাও.সালেহ নজীব আল-আইয়ূবী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, রাংজিয়ল মাদরাসা, মাও. মনোয়ার হুসেন মাহমুদী, খতীব, ইয়াকুব নগর কেন্দ্রীয় জামে মসজিদ।

জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম,ইনভাইট,
মাও.সাইফুল ইসলাম ইয়াহইয়া, সভাপতি,যুব জমিয়ত বড়লেখা উপজেলা, মাওঃমোহাম্মদ মেরাজ আহমদ আহমদ, ইংরেজি টেনিং মাস্টার,সিলেট, মাওলানা মারুফ আহমদ সহ বিভিন্ন সংগঠণের সংগঠক,সাংবাদিক,সাহিত্যিক,ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তরা উনাদের বক্তব্যে বলেন আধুনিক যুগে এরকম উদ্যোগ নেওয়া খু্বই প্রয়োজন।সকলে মুফতি জামিল আহমদ সাহেবের আধুনিক যুগে স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্রদের জন্য ইংরেজি কোচিং,কম্পিউটার কোচিং সেন্টারের ব্যবস্তা করায় বড়লেখাবাসী উপকৃত হবে বলে আশা ব্যর্থ করেন।এই মহৎ উদ্দ্যোগের জন্য প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়কে সর্বদা সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।