সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে আল হারামাইন ও বায়ান্ন টিভির চেয়ারম্যানের শোক

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২২ 771 views
শেয়ার করুন

সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আল হারামাইন গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং বায়ান্ন টিভির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান(নাসির) সিআইপি।

এক শোক বার্তায় মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন,আবুল মাল আবদুল মুহিত সিলেট সহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। সর্বোচ্চ বাজেট পেশের রেকর্ডধারী মুহিতের মৃত্যুতে দেশ ও জাতি বরেণ্য একজন মানুষকে হারালো।’ মরহুমের জন্য পবিত্র মক্কায় আজ কোরআন খতম ও বিশেষ ওমরার ব্যবস্থা করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।