আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের বনভোজন ও মিলনমেলা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫ 23 views
শেয়ার করুন

আমিরাতে রয়েছেন দিরাই উপজেলার অসংখ্য প্রবাসী কিন্তু নেই কোন সামাজিক সংগঠন। আমিরাতে একজন প্রবাসী মারা গেলে মৃতদেহ দেশে প্রেরণে ভোগান্তি ও আর্থিক সমস্যার সম্মুখীন হয়।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে ও অসুস্থ প্রবাসীদের পাশে দাড়াতেই তৈরি করা হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই৷

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই আয়োজিত বনভোজন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সোমবার (২রা ডিসেম্বর) আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের আল কাসিস পার্কে আয়োজিত বনভোজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নাসিরুল হক। সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের কৃতিসন্তান ও কমিউনিটি নেতা আব্দুল মালিক মল্লিক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান ও কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম৷

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা কামাল হোসেন সুমন, শাহিন মিয়া, তারা মিয়া বাকুল, ফজলুর রহমান পাপ্পু, সৈয়দ মারুফ নুরী, মুজাহিদ আলী, রহমত আলী, ইসমত আলী, হেলাল আহমেদ সহ আরো অনেকে। এছাড়া দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন ক্বারী আবু রুকিয়ান।

বনভোজন ও মিলনমেলার অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাবিজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া, অর্থ সম্পাদক আজিজুল হক, আয়োজক কমিটির সদস্য প্রতাব খান, মনিরুল হক, জুয়েল তালুকদার, ফজলু মিয়া, নুর আহমেদ, জিলাল মিয়া, রাশিন চৌধুরী, জুয়েল রানা, ফরহাদ তালুকদার, রাশিদুল হক. রাজু চৌধুরী, আবু ফয়েজ, নাহিদ রহমান, মইনুল ইসলাম, জিলু মিয়া, মিজান সরদার, মাওলানা ওলিদ আহমদ, জামাল উদ্দিন, নাহিদ আহমদ সহ আরো অনেকে।

বনভোজনের শুরুতেই প্রবাসীরা দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। নির্ধারিত সময় শেষে খেলা ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে সাধারণ সম্পাদকের টিম বিজয়ী হয় এবং রানার্সআপ হয় অর্থ সম্পাদকের টিম।

অন্যদিকে মহিলাদের বালিশ বদল ও পুরুষদের লটারি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ীদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা জানানো হয়।

বনভোজন শেষে উপস্থিত দিরাই প্রবাসিরা সদস্য ফরম পূরণ করেন এবং অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার প্রস্তাবনা প্রকাশ করেন।