জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়ঃ উপদেষ্টা আসিফ মাহমুদ

আমিরাতে ৫২ জন সিআইপিকে সংবর্ধনা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ 135 views
শেয়ার করুন

জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ৫ আগষ্টের পূর্বে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে যারা বিভিন্নভাবে বেগবান করেছে তাদের প্রতি আজ আমরা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার প্রতিদান দিতে চায় অন্তবর্তি সরকার। প্রবাসীদের কথা চিন্তা করে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এয়ারপোর্টে হয়রানি বন্ধ সহ প্রবাসীদের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ইতিমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে জোর দিচ্ছে। অন্তভর্তি সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন। এই বিষয়টি বাস্তবায়ন হলে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) সংবর্ধনায় জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, বাংলাদেশ সরকারের যুব, ক্রীড়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নিজেদের ভেতর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সব আধিপত্য শক্তির বিরুদ্ধে ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।ল। বাংলাদেশকে তার গৌরবোজ্জ্বল সময়ে পৌঁছে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

শুক্রবার আমিরাতের আজমান উইমেন্স এসোসিয়েশনে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন আলহাজ ইয়াকুব সৈনিক। সাংবাদিক কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল-নুয়াইমি, বাংলাদেশ এম্বেসী আবুধারী রাষ্ট্রদূত তারেক আহমেদ ও বাংলাদেশ কনস্যুলেটে দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামান। রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়।

উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, মীর কামাল, নওয়াব সিরাজ, জনতা ব্যাংকের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা, আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও নানা পেশার প্রবাসী কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক শিবলী আল সাদিক। রেমিট্যান্স বিষয়ে বক্তব্য দেন টেপ টেপ সেন্ট এর হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশিষ দাস।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী। রেমিট্যান্সে ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ সমিতি শারজাহের সহ সভাপতি ব্যবসায়ী শাহাদাত হোসেনকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ইয়াসিন আরাফাত, মোঃ আবু তৈয়ব, মানিকুল ইসলাম, সাংবাদিক সিরাজুল হক, নাসিম উদ্দিন আকাশ, খোরশেদুল আলম জাশেদ, সঞ্জিত কুমার শীল, শামসুর রহমান সোহেল, গোলাম সরওয়ার, ওবায়দুল হক মানিক, সরোয়ার উদ্দিন রনি, সাংবাদিক আমিনুল হক সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ ও সিআইপিদের সম্মাননা জানানো হয়। এছাড়া সদ্য যোগদানকৃত বাংলাদেশ এম্বেসী আবুধারী রাষ্ট্রদূত তারেক আহমেদ ও বাংলাদেশ কনস্যুলেটে দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে কমিউনিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা শেষে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় গান ও নৃত্য দিয়ে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসীদের মুগ্ধ করে। গান পরিবেশন করেন শিল্পী জাবেদ আহমদ মাসুম, সামিদা চৌধুরী পপি, সোনিয়া সামিয়া।

প্রবাসের মাঠিতে এই ধরনের অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছে রেমিটেন্স যোদ্ধারা। তাদের মতে প্রবাসীরা বাংলাদেশি কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।