বাংলাদেশ কন্সুল্যেট দুবাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ 175 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও উত্তর আমিরাতের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।

৫ই আগষ্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে কনস্যুলেট-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে কনস্যুলেট-এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।

দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্য চিত্র ও জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি প্রবন্ধ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

আলোচনায় কনসাল জেনারেল ও বক্তাগণ গণঅভ্যুত্থানের পটভূমি, প্রভাব, প্রাসঙ্গিকতা এবং অভ্যুত্থানে প্রবাসীদের ভুমিকার উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।