নড়াইল জেলায় মোট ১৮৩১টি ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২ 259 views
শেয়ার করুন

ঈদের আগে নড়াইলে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৯৫টি ভূমিহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব ঘর বরাদ্দ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়িগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ অনেকে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নড়াইল জেলায় ৪ কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে মোট ১৯০টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ চলছে। এর মধ্যে ৯৫টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ঘরগুলো হস্তান্তর করা হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ এবং টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নড়াইল জেলায় ৪৭৭টি ঘর নির্মাণ করে তা ভূমিহীনদের দেয়া হয়েছে। জেলায় মোট এক হাজার ৮৩১টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর দেয়া হচ্ছে।