শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকী পালন
শান্তিগঞ্জ প্রেসক্লাব উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
বায়ান্ন টিভি
মরহুম সাংবাদিক মহি উদ্দিন মহিম তাঁর ভালো কাজ ও গুণাবলীর মাধ্যমে সাংবাদিকতায় অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন৷ তাঁর ভালো কাজগুলো আমাদের জন্য অনুপ্রেরণা। সাংবাদিক মহিমের হঠাৎ চলে যাওয়ায় যে শুন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়৷ আমরা তাকে ভুলব না, তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ এর সাবেক প্রতিনিধি “সাংবাদিক মরহুম মহি উদ্দিন” মহিমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার যেহীন আহমদ একাডেমির হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মহি উদ্দিন মহিমের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ফয়জুল ইসলাম, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাইদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, জাকির হোসেন, আহমেদ উসমান, ইমরানুল হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান জুলু, শুভাকাঙ্খী লিটন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুম মহি উদ্দিন মহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ রায়হান আহমদ।
উল্লেখ্য সাংবাদিক মহিউদ্দিন মহিম ২০১৭ সালের ২রা ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার উজানীগাও গ্রামের মরহুম আলকাছ মাষ্টার ও ছবরুন নেছা দম্পতির ৬তম সন্তান।

