বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুবিপ্রবি উপাচার্যের শোক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫ 13 views
শেয়ার করুন

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) এক শোকবাণীতে  ভিসি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় ও কোটি মানুষের আশা-আকাঙক্ষার মূর্ত প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিখাতসহ অন্যান্য খাতসমূহের তথা সমগ্র দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। তাঁর সময়ে গৃহীত পদক্ষেপসমূহ দরিদ্রমুক্তি ও জাতীয় উন্নয়নের মাইলফলক হয়ে আছে।

তিনি আমৃত্যু গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকারের জন্য এক আপোষহীন সংগ্রামে নিবেদিত ছিলেন। ব্যক্তিজীবনের অপরিসীম ত্যাগ ও নিরলস সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা জাতির রাজনৈতিক চেতনায় চিরভাস্বর থাকবে। প্রতিকূলতার মাঝেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অদম্য স্পৃহা জাতিকে সবসময় প্রেরণা যুগিয়ে যাবে।

তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ভূবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর আদর্শ, নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন বাঙ্গালী জাতির জন্য এক অমূল্য উত্তরাধিকার।

এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বেগম জিয়ার রাজনৈতিক সহকর্মী এবং দেশ-বিদেশের অগণিত শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন এবং শোকাহত সকলকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করেন।