সিলেটের বিয়ানীবাজারে লুলাখাল উদ্ধারে মানববন্ধন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২ 597 views
শেয়ার করুন

আজ দুপুর ১২ ঘটিকার সময় সিলেটের বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের পক্ষে লাসাইতলা বাসস্ট্যান্ডে কুশিয়ারা নদী থেকে সোনাই নদী পর্যন্ত সংযোগ লোলা গাঙ ও বাবুর খাল উদ্ধারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি ও বিয়ানীবাজার পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পরিবেশ আন্দোলন এর সভাপতি আজিজুর রহমান সেলিম।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, প্রভাষক ও রাজনীতিবিদ আরবাব হোসেন খান,বিশিষ্ট ব্যবসায়ী  নাসির উদ্দিন, আবুল হোসেন,জসিম উদ্দিন,কৃষক লীগ বিয়ানীবাজার উপজেলার যুগ্ন আহবায়ক সফর উদ্দিন,আকবর হোসেন মেম্বার, সাংবাদিক স্বজন শক্তি, দেবাশিষ দেবু, দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট বুর‌্যে প্রধান ইয়াহিয়া মারুফ ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি,আবু তাহের রাজু,ফাহিম সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ।

বক্তারা তাদের বক্তব্যে কুড়ারবাজার,মাথিউরা, তিলপারা,মুল্লাপুর, লাউতা ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জনগণের জীবনমান রক্ষা,কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য নিশ্চিতে এ লোলা গাঙ উদ্ধার এবং এ থেকে বাবুর খালসহ যতগুলো খাল দখল বা বন্ধ হয়েছে তা পুনরুদ্ধার করে খননের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ আন্দোলনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ তথা জনপ্রতিনিধি ও জনসাধারণ একাত্মতা পোষণ করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে স্থানীয় নেতৃবৃন্দ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র মহোদয়ের সাথে মতবিনিময় করেন।এতে উনারা লোলা গাং ও বাবুর খাল উদ্ধার বা দখলমুক্তকরণের আশ্বাস প্রদান করেন।