শান্তিগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫ 72 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আস্তমা গ্রামের পয়েন্টে এই মিলাদ ও দোয়া সম্পন্ন হয়। 
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও প্রবীণ মুরব্বি আমান আলী। বিএনপি নেতা আঙ্গুর মিয়া ও উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আস্তমা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আবু ইউসুফ, মাও. আবদুল হাফিজ, মাও. লুৎফুর রহমান ও হাফিজ আক্তার হোসেন। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী তোফাজ্জল ইসলাম কিবরিয়া, তোফায়েল আহমদ তানভীর ও সোহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- আস্তমা গ্রামের প্রবীণ মুরব্বি রশিদ আলী, মাসুক মিয়া, ফয়েজ মিয়া, আস্তমা বড় মসজিদের মুতাওয়াল্লি মুজিবুর রহমান, গয়াছ মিয়া, হারিস মিয়া, রুহুল আমিন, কৃষক দল নেতা আবদুল হক, মজমদর আলী, যুবদল নেতা সৈয়দ আলম, সাব্বির আহমদ, পাবেল আহমদ, সোয়েব আক্তার, ছাত্রদল নেতা শেরওয়ান আহমদ, সাঈদ আহমদ, খালেদ আহমদ, মোস্তাক আহমদ, জাহিদুর রহমান রাজ্জাক, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর ও জয়কলস প্রজন্ম দলের সহ-সভাপতি নূর হোসেন প্রমুখ।