ইনসান এইড এর এজিএম অনুষ্ঠিত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫ 21 views
শেয়ার করুন

 

দুই দশক ধরে ইপ্সুইচে প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন ইন্সান এইড এখন সিলেটের কয়েক হাজার মানুষকে মানবিক সেবা করে আসছদ। সিলেট শহরে কয়েক একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত ইন্সান এইড সেন্টার ইসলামি শিক্ষার পাশাপাশি, এতিম বাচ্চাদের বাসস্থান, স্বাস্থ্য ও গবেষণা কাজে সহায়তা করবে। এছাড়া টিউবয়েল প্রদান, চক্ষু শিবির, শিক্ষা সহায়তা, শীতকালীন ও বন্যা ত্রাণ, রমদান প্রজেক্ট ও কুরবানি প্রজেক্টে অসচ্ছল মানুষের সহায়তা করে আসছে। ইন্সাইন এইডের বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেছেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইউসুফ সালেহ।

রোববার ইপ্সুইচ মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ময়নুল আলম শাহীন।

বিগত বছরের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম শামীম, নুরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে।

আগামি দিনে সংগঠনের মানবিক কাজ পরিচালনা করতে সকলের অব্যাহত সহায়তা চেয়েছেন তারা।