এখনই সময় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার: সাদিক কায়েম

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫ 81 views
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় সংসদ (ঢাকসু)’র ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এখনই সময় আমাদের সবাইকে নতুন স্বপ্নে ‘ডিটারমাইন্ড’ হওয়ার, স্বপ্ন দেখার ও স্বপ্ন দেখানোর। এবং এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার। বাংলাদেশসহ পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করে যেতে হবে। সারা বিশ্ব যেনো এক উন্মুক্ত কারাগার। মজলুমদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে।

শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে ‘এন ইভেনিং উইথ ঢাকসু ভিভি’ শিরোনামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিপ্লবের এক বছর পার হয়ে গেছে। আমরা বিপ্লবের আকাঙ্খার কথা ভুলে গেছি। কেনো ভুলে গেছি? কারণ, বিপ্লব নিয়ে ষড়যন্ত্র চলছে। গত ৫৪ বছরে ভারতের মদদে যে ‘ম্যাকানিজ্ম’ ছিলো, জুলাই বিপ্লবের মাধ্যমে সে ম্যাকানিজ্ম ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ক্রমাগত ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে। এই বিপ্লবের আকাঙ্খা যেনো হারিয়ে না যায়। আমরা অনেককে হারিয়েছি। আমাদের ২ হাজার ভাই শহিদ হয়েছেন। অনেকে গাজী হয়েছেন। এতো রক্তের পর যদি আমরা বাংলাদেশকে নির্মাণ করতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

ইসলামি ছাত্র শিবিব, শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জায়ামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ঢাকসুর কার্যকরি সদস্য শাহীনুর রহমান, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ ও সেক্রেটারি মুহাম্মদ নুর নবীসহ আরো অনেকে।