যুক্তরাজ্যের ইপসুইচ বি এন পি খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া মাহফিল

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ 48 views
শেয়ার করুন

 

যুক্তরাজ্যের ইপসুইচ ও সাফোক বি এন পি খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া মাহফিল করেছে। সোমবার শহরের একটি অভিজাত রেস্তোরায় দোয়া উত্তর সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্রের এ দুর্দিনে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে থাকা উচিত। এ জন্য আপামর জনতা হৃদয় থেকে দোয়া করছে।

মাহবুব চৌধুরীর সঞ্চালনায় ইপসুইচ বিএনপি কর্তিক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্জ মুক্তার আলী,জুলফিকার আলী,লুৎফুর রহমান জনি,মাহবুব চৌধুরী,বি এ চৌধুরী আরিফ,সাহিন আহমেদ,শামিম আহমেদ,সাজ্জাদ উল্লাহ,ছালেক মিয়া,দরছ আলী,আসাদ মিয়া,ইসলাম,ছাদেক আলী সহ আরো অনেকে এতে বিশেষ মোনাজাত করেন মাওলানা ফখরুল ইসলাম