শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় সংবর্ধনা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সদ্য বিদায়ী ইউএনও, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ৫৩ জন প্রাথমিক বিদ্যালয়লয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। শনিবার বিকাল ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যামেলিয়া চৌধুরী যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলার বিদায়ী ইউএনও সুকান্ত সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শান্তিগঞ্জ উপজেলায় দুই বছরেরও বেশি সময় কাজ করার সুযোগ হয়েছিল। প্রাথমিক শিক্ষায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করেছি, যা আপনাদের সহযোগিতায় বাস্তবে রূপ পেয়েছে। ‘শান্তিগঞ্জ মডেল’ এখন সারা দেশে পরিচিত। এটিকে ধরে রাখা আপনাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা পরিবারটি অত্যন্ত বৃহৎ। তাই সমাজে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা থাকবেই। কিন্তু সবকিছুর বাইরে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। স্কুল পরিদর্শনের সময় শিক্ষকদের আন্তরিকতা, দুপুরে ডাল-ভাতের আপ্যায়ন—এসব আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। যদি কখনো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে কাজের সুযোগ পাই, আপনাদের জন্য নিশ্চয়ই কাজ করবো।’ এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘হয়তো আপনাদের সঙ্গে এভাবে আর দেখা নাও হতে পারে।’ বিদায়ী অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইউপিইটিসি বিমল কুমার সরকার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির উদ্দিন, অশোক কুমার দাস, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রাজিব রায়, সালেহ আহমদ, লিখিল মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুরুজ আলী, রনজিৎ কুমার দাস, সহকারী শিক্ষক রিতু কুমার দাস, বেনু মজুমদার, মুন্নী রানী দে, সুকৃতী বিশ্বাস, ফয়সল আহমদ ও সুলতান মাহমুদসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুধা মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খানসহ সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


