আমিরাতে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ 383 views
শেয়ার করুন

১১ নভেম্বর বৃহস্পতিবার, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মুসাফ্ফায় ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টের বলরুমে, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত কতৃক আয়োজিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির দ্বিতীয় দফায় নির্বাচিত সফল সভাপতি রহমত আলী সোয়েবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক বাবু কানু লাল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বেলাল উদ্দিন এবং হিরা মিয়া।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের ২০২১-২০২২ সালের নতুন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান বক্তা জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান তার বক্তব্যে সংগঠনের পরবর্তী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে জানান তারা আগামী বছর প্রায় ২০ লাখ টাকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান। এতে করে ৬টি ইউনিয়নের উন্নয়নের অংশীদার হওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মৌলানা আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মর্তুজা আলী, সহ সভাপতি শামিম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আছাদুর রহমান আসাদ, সাংগঠনিক সম্পাদক এম জহির উদ্দীন সহ আরো অনেকে।

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি রহমত আলী সোয়েবের নেতৃত্বে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এম জহির উদ্দীন, অর্থ সম্পাদক হিসেবে শামিম উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান সহ আরো অনেকে।

নবগঠিত কমিটির দুজন সহ-সভাপতিকে অসাংগঠনিক আচরণের কারণবশত কমিটি থেকে বহিষ্কৃত করা হয়েছে।