কুষ্টিয়ায় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২১ 405 views
শেয়ার করুন
কুষ্টিয়ায় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর দিক নির্দেশনায় স্থানীয় সরকার’র উপ-পরিচালক মৃনাল কান্তি দে সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়া করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে  সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট  আইনে কুষ্টিয়া জেলা শহর, কুষ্টিয়া পৌরসভাধীন  এলাকা ও বিভিন্ন উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড  প্রদান করা হয়। ১৩ জুন ২১,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।