শুভ জন্মদিন আপসানা বেগম এমপি

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১ 602 views
শেয়ার করুন

মানুষ এসেছে ধরায়
আবার চলে গেছে
এ ধরায় কেউ কিছু পেয়ে আবার
বিলায়ে গেছে
কেউবা আবার না পেয়েও
বিলায়ে গেছে।
যাবার বেলায় কেউ কিছু
নিতে পারেনি।।

তাহারাই ছিলেন মানুষ
আর যারা এখনো আছেন।
যারা বিলায়ে দেবার মাঝে
স্বর্গ সুখ দেখেছেন।।

ইংল্যান্ডের জাতীয় সংসদের চারজন বাঙ্গালী সদস্যের মধ্যে একজন আপসানা বেগম। মুসলিম মহিলা সাংসদদের মধ্যে তিনিই প্রথম হিজাব পরে সংসদ করেন। হিজাব পরে ব্রিটিশ সংসদে অবাধ বিচরণ বৃটেনের ইতিহাসে এই প্রথম। এ যেনো বিশ্ব মুসলিমের এক বড় জয়।

দীর্ঘদিন ধরে তাহার নানা কার্যক্রম দেখে আসছি। তাহার নির্বাচনি এলাকা সহ সকল বাংলাদেশী কমিউনিটির সকল সুখ দূঃখে তাহার অবাধ বিচরণ চোখে পড়ার মতন।

তিনি একজন সাংসদ হওয়ার আগেও দেখেছি বাঙ্গালীর সকল সুখ ও শোকের সারিতে দাঁড়িয়ে থাকতে। নিজের বাবার দেশ ছাড়াও তাহার জন্ম দেশ সহ সকল দেশের সকল মানুষের সকল বিষয়ে পাশে দাঁড়াতেও দেখেছি।

এখন তিনি ব্রিটিশ সংসদের একজন সাংসদ।এতটা উপরে যাওয়ার পরেও তিনি তাহার আগের কোনকিছুকেই ত্যাগ করেন নি। তিনি আগেও ছিলেন সকল দেশের সকল মানুষের দূঃখ সুখের সারিতে দাঁড়িয়ে। আর আজো আছে তাহার অবাধ বিচরণ সেই সকল মাুনষের সারিতে।

বাঙ্গালী জাতির উদীয়মান এই আলোকবর্তিকার আজ জন্মদিন। তাহার জন্মদিনে অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা।

তাহার আগামীর দিনগুলো হউক রঙিন মসৃন আর উল্লাসের।  তিনি যেনো সকল মানুষের মনে থাকেন।আর সকল জাতির সকল মানুষ যেনো তাহার মনে বিরাজিত থাকেন এই প্রত্যাশা করি।

শুভ জন্মদিন
হে প্রিয় আলোকবর্তিকা।