বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০১৮ সালের জন্য বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগের জন্য অনিবাসি বাংলাদেশি ক্যাটাগরিতে ১ জন অর্থাৎ সিলেটের হাউজিং এস্টেটের কল্লোল আহমদ এবং বাংলাদেশে বৈধপথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণ কারী ক্যাটাগরীতে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারখ ক্যাটাগরিতে ৭জনসহ মোট ৩৮জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সি আই পির মর্যাদা প্রদান করেছেন। ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেটে এ ঘোষণা প্রদান করা হয়।
বৈধপথে মুদ্রা প্রেরণ করে সিআইপি ৩০ জন হলেও এর মধ্যে ১৭ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসি। তাই বাংলাদেশের শ্রমবাজার দ্বিতীয় বৃহত্তম এ দেশের প্রবাসিদের মধ্যে আরো আনন্দ বিরাজ করছে।
এবারো বৈধপথে সর্বাধিক মুদ্রা প্রেরণ করে শীর্ষে আছেন প্রতিবারের মতো সিলেট বিয়ানীবাজারের কৃতী সন্তান এবং আরব আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। একইসাথে তার পরিবারের আরো দুইজন এবারো সি আইপির মর্যাদা পেয়েছেন। মাহতাবুর রহমানের ভাই অলিউর রহমান সহ ছেলে এমাদুর রহমান এ মর্যাদা পেয়ে বরাবরের মতো বিশ্বের দেড় কোটি প্রবাসি বাংলাদেশির কাছে রোল মডেল হয়ে আছেন। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামে। মাহতাবুর রহমান নাসির এবং তার পুরো পরিবার আমিরাতে প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডকার্ড পান।
অন্যদিকে টোকিওসেট গ্রুপের চেয়ারম্যান মাহাবুবুল আলম মানিক ও তার সহধর্মিনী জেসমিন আক্তার আবারো সি আই পি নির্বাচিত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে। তারা দীর্ঘদিন ধরে দুবাই শহরে বাস করেন। মাহতাবুর রহমান নাসিরের পর এ দম্পতির এগিয়ে চলা নিয়ে আশাবাদি সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কডমিউনিটির মানুষেরা। এছাড়াও কুমিল্লার আরেক উদীয়মান যুবক স্টারগোল্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বরাবরের মতো সি আই পি মর্যাদায় ভূষিত হয়েছেন। তার ভাই নুরুল ইসলামও ভূষিত হয়েছেন।
এছাড়া আমিরাতের অন্যান্যরা হলেন চট্টগ্রামের বাসিন্দা রাস আল খাইমাহ প্রবাসি আবু নাইম মো. তৌহিদুল আলম চৌধুরী, ঢাকার বাসিন্দা দুবাই প্রবাসি মোহাম্মদ মনির হোসেন ও তার সহধর্মিনী নিগার সুলতানা, কুমিল্লার বাসিন্দা দুবাই প্রবাসি রিপন দত্ত, চট্টগ্রামের বাসিন্দা আবুধাবী প্রবাসি এস এম ইউসুফ, চট্টগ্রামের বাসিন্দা দুবাই প্রবাসি মোস্তফা কামাল, নারায়ণগঞ্জের বাসিন্দা কোরফাক্কান শারজাহ প্রবাসি নূর খান ঢাকার বাসিন্দা আজমান প্রবাসি মোহাম্মদ সাইদুর রহমান, চট্টগ্রামের বাসিন্দা আবুধাবী প্রবাসি ফখরুল ইসলাম এবং শারজাহ প্রবাসি চট্টগ্রামের জাহাঙ্গীর আলম।
		

