সিআইপি মর্যাদা গ্রহণ করলেন মানিক ও সহধর্মিনী জেসমিন
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
বৈধপথে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিআইপি মাহাবুব আলম মানিক দ্বিতীয়বারের মতো এবং তার সহধর্মিনী জেসমিন আক্তার তৃতীয়বারের মতো সিআইপি সম্মাননা গ্রহণ করেছেন। সরকার কর্তৃক ২০১৮ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) স্বীকৃতিসরূপ এ সম্মাননা দেয়া হয়।
বুধবার (৬ জানুয়ারি) বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি মোহাম্মদ তাদের হাতে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
তিনি সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত আমিরাতে বসবাসরত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী হিসেবে গোল্ডকার্ড পেয়েছেন টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলম মানিক। এর আগে দুবাই ইমিগ্রেশন তাকে এবং তার পুরো পরিবারকে গোল্ড কার্ড তথা ১০ বছরের আমিরাতের ভিসা প্রদান করে।
মাহবুব আলম মানিকের বাড়ি কুমিল্লার কোতায়ালি থানার ধনুয়াখলা গ্রামে। ১৯৯২ সালে সৌদি আরব দিয়ে প্রবাস জীবনের যাত্রা শুরু। ২০০০ সালে তিনি আমিরাতে বসতি শুরু করেন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কমিউনিটিসহ আরব আমিরাতের বাজারে টোকিওসেট গ্রুপ দিয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। ২০১৬ এবং ২০১৭ সালে তিনি বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার সহধর্মিনী জেসমিন আক্তারও মধ্যপ্রাচ্যের প্রথম মহিলা সি আই পি হিসেবে গৌরব অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিলেটের সি আই পি মাহতাবুর রহমান নাসির এ গোল্ডকার্ড পান।


