মৃত্যুর পর আমাদের চোখ দুটো নষ্ট না করে দুইজন অন্ধ মানুষকে দিয়ে যাই আসুন

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১ 604 views
শেয়ার করুন

হিন্দি ‘Kaabil’ মুভি দেখেছেন কেউ? ‘ঋত্বিক রোশন’ এই মুভিতে একজন অন্ধের চরিত্রে অভিনয় করেন… এই মুভি করার পর তিনি একজন অন্ধ মানুষের কষ্ট অনুভব করতে পারেন… এবং মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নেন… 🙂

অন্যের কষ্ট অনুভব করতে পারলে মানুষের উপকার করা সহজ হয়ে যায়… তখন আর কোনো বাঁধাই বাধা হিসাবে থাকে না… শুধু দরকার অনুভব করা 🙂
——————–
মৃত্যুর পর আমাদের চোখ দুটো নষ্ট না করে দুইজন অন্ধ মানুষকে দিয়ে যাই আসুন 🙂 অন্ধ মানুষটি তাঁর প্রিয় মা’কে দেখুক আমাদের চোখে 🙂

মৃত্যুর পরেও মানুষের উপকার করার সবচেয়ে সহজতম উপায় হল মরণোত্তর চক্ষুদান… আপনার মা-বাবা-ভাই-বোন-স্বামী-স্ত্রী-সন্তান (১৮ বছরের উপর) যেকোনো একজন অভিভাবকের অনুমতি নিয়ে ঘরে বসে মরণোত্তর চক্ষুদানের রেজিস্ট্রেশন করে ফেলুনঃ
www.EyeDonationBD.com

যুক্ত হয়ে নিন চক্ষুদানের ফেইসবুক গ্রুপে:
https://www.facebook.com/groups/chokkhudaan