কুয়েতে সাধারণ ক্ষমায় ক্যাম্পে থাকা বাংলাদেশিদের খাদ্য সহায়তা

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১২, ২০২০ 612 views
শেয়ার করুন

প্রায় এক মাস যাবৎ কুয়েত সরকারের ত্বত্তাবধানে রয়েছে প্রায় ৫ হাজার সাধারণ ক্ষমায় দেশে ফেরত প্রবাসী বাংলাদেশিরা। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণকারী প্রবাসীদের রাখা হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের ক্যাম্পে। ফিন্তাস,গ্রীন কসুর ও ছেবদি ক্যাম্পের প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার কথা লাইভ ও পোস্টের মাধ্যমে প্রকাশ করতে দেখা যায় এবং সহযোগিতার কামনা করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে ফেসবুক পেইজ কুয়েত পেজ ফর বাংলাদেশি এডমিন মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে অন্যান্য এডমিনরা সহ কুয়েতে সদস্য সাধারণ প্রবাসীরা তাদের সাধ্যমতো খাদ্য সহায়তায় এগিয়ে আসেন। খাবার গুলো তাদের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তবু একটু সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে সেই ঐ মুহূর্তে অনেক বড় কিছুই মনে হয় তাদের কাছে।

মঙ্গলবার ১২ মে প্রথম ফ্লাইটে কুয়েত সময় সকাল সাড়ে ১১ টায় কুয়েত প্রবাসীদের ১৯৫ জন যাত্রী বাংলাদেশ সময় রাত ৮ টায় দেশে পৌছাবে।এইভাবে ধারাবাহিক ফ্লাইটে ২২ মে পর্যন্ত সর্বমোট এক হাজার ৮০০ প্রবাসী দেশে ফেরার কথা রয়েছে।