উম আল কোয়াইনে স্মার্ট এন্ড স্টাইলের যাত্রা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১ 945 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গার্মেন্টস শিল্পের অনেক কদর। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতের বাজারেও বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের এগিয়ে চলাতে আমিরাতের বাংলাদেশি ব্যবসায়িদের অব্যাহত যাত্রা প্রশংসনীয়। সংযুক্ত আরব আমিরাতের উম আল কোয়াইনের মল অব উম আল কোয়াইনে বাংলাদেশি মালিকানাধীন স্মার্ট এন্ড স্টাইল প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।

বৃহস্পতিবার ফিতা কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এর উপদেষ্টা ইবরাহিম ওসমান। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নোয়াখালির কৃতি সন্তান শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশি গার্মেন্টস শিল্প আমিরাতে বাজারজাত আর বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম আল কোয়াইন আওয়ামী রীগের আহবায়ক সবুজ হাসান, বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এর সভাপতি কামাল হোসাইন সুমন, সিনিয়র সহ সভাপতি মনসুর খলিল, সাধারণ সম্পাদক আবু বক্কর, তরিকুল ইসলাম শামীম, প্রকৌশলী জহির রায়হান সহ আরো অনেকে।