বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এক যুবতীকে নিজ বসতঘরে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে যবুক। অাজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, অাজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরীর পালিত কন্যা নাজমিন অাক্তার (১৮) নিজ গৃহে টেলিভিশন দেখা অবস্থায় পাশের বাড়ীর দিনমজুর নাজিম উদ্দিন পাশা (২০) গৃহে প্রবেশ করে দা দিয়ে কুপ দিলে সাথে সাথে নাজমিনের মৃতু হয়। ঘটনার পরক্ষণেই ঘাতক পালিয়ে যায়। ঘাতক নাজিমের বাড়ী বড়লেখার নিজ বাহাদুরপুর গ্রামে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, ঘাতক নাজিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।


