মালয়েশিয়ায় শতাধিক প্রবাসীদের মাঝে প্রাণের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১১, ২০২০ 1,095 views
শেয়ার করুন

মালয়েশিয়ায় শতাধিক প্রবাসীদের মাঝে প্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে, রবিবার কুয়ালালামপুর শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক তত্বাবধানে পিনাকল ফুডস এম এসডিএন বিএইচডি প্রাণ কোম্পানীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রাণের খাদ্য সহায়তা পেয়ে প্রবাসীরাও খুশি। তারা বলছেন, সংকট কালে প্রানের সহায়তা অবশ্যই প্রসংশনীয়।

খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, সাধারন সম্পাদক বশির আহমদ ফারুক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।

এ বিষয়ে পিনাকল ফুড এম এসডিএন বিএইচডি প্রাণ কোম্পানীর অপারেশন ডাইরেক্টর মোঃ সেলিম ভুঁইয়া বলেন, চলমান লকডাউনে অনেকেই এখন কর্মহীন হয়ে ঘরে অবস্থান করছেন। এমন অবস্থায় গত ২ দিনে প্রেসক্লাবের সার্বিক তত্বাবধানে প্রায় শতাধিক প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। তবে বর্তমান চাহিদার চেয়ে খুবই কম। প্রাণঘাতী করোনার এ সংকটময় সময়ে সরকারের পাশাপশি জনকিতৈশীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

গত ১৮ মার্চ থেক শুরু হয়া লকডাউন কয়েক ধাপে বাড়িয়ে তা আবারো ৯ জুন পর্যন্ত করা হয়েছে। টানা লকডাউনের যাতাকলে অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন।