মালয়েশিয়ায় ২০০ বাংলাদেশিকে চাকরি দেবে প্রাণ কোম্পানি

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১ 384 views
শেয়ার করুন

 

করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের অনেকে কাজ হারিয়ে বেকার হয়ে আছেন। যার কারণে দেশটিতে থাকা প্রবাসীদের অনেকেই নিজের ও পরিবারের খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তারা। এমন পরিস্থিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ ২০০ কর্মহীন মালয়েশিয়া প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে।

মানবিকতার কথা চিন্তা করে করোনায় চাকরিহারা ২০০টি পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চাকরি প্রত্যাশীদের প্রাণের মালয়েশিয়া অফিসে অথবা +৬০১৬২২৭০৯৫৬ (মারুফ রহমান, এইচআর), +৬০১৬২২৭১৪৯৩ (রবিউল ইসলাম, প্রডাক্ট ম্যানেজার) যোগাযোগ করতে বলা হয়েছে।

চাকরীর জন্য কিছু শর্তাবলী দেয়া হয়েছে, নিচে তা তুলে ধরা হয়েছে…
যোগ্যতা ও শর্তাবলী:

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান
স্থান: মালয়েশিয়া।
*মালয় ভাষা জানাদের অগ্রাধিকার দেয়া হবে।
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
*বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

*মাসিক বেতন
*যাতায়াত ভাতা
*বিক্রয়ের উপর আকর্ষণীয় কমিশন
*পণ্য বিক্রির উপর ইন্সেটিভ (প্রোগ্রাম অনুযায়ী)
*পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ

স্থায়ী কর্মীদের কোম্পানির নিয়মানুযায়ী ভিসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে প্রাণের সংশ্লিষ্টরা জানিয়েছেন