ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের ইন্তেকাল
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি

বিকাল ৩টায় টরেন্টো মুসলিম সেমিট্রিতে জানাযা
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বাংলাদেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি মহিউল ইসলাম জায়গীরদার আজ রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটের সময় কানাডার টরেন্টোর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভগছিলেন। সর্বশেষ প্রায় দুই মাস আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। তাঁর মৃত্যুতে এলাকা বাসি ও ছাত্রছাত্রীরা গভীর শোকাহত। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ এবং দাফন আজ রবিবার কানাডা সময় বিকাল ৩ টায় টরোন্টো মুসলিম সেমিট্রিতে (রিচমন্ড হীল) অনুষ্ঠিত হবে।