লিলিপুটের ছোটভাই II লুৎফর রহমান রিটন

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০ 600 views
শেয়ার করুন

[ ভালো লাগছে না কিছুই। এমন কি মুভি দেখতেও। রবি ঠাকুরের জন্মদিনে তাঁর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। জেগে ওঠার পর বিষণ্ণতায় পেয়ে বসেছে ফের। এতো এতো মন খারাপ করা ব্যাপার ঘটছে চতুর্দিকে যে সুস্থ স্বাভাবিক থাকাটাও দিল্লি দুরস্ত।

এরকম হলে আমি সাধারণত পাহাড় কিংবা নদীর কাছে গিয়ে বসে থাকি। তারপর চিৎকার করে কাউকে কিছুক্ষণ গালাগাল করি। গালাগাল দেয়ার জন্যে আমার নিজের করা বদ লোকের একটা তালিকা আছে। করোনার এই নিদানকালে পাহাড় কিংবা নদীর কাছে যাওয়ার সুযোগও তো নেই! আর ঘরে বসে চিৎকার করে গালাগাল করলে শার্লি ভাববে আমি তাকেই বুঝি গালাগাল করছি। এমনিতেই আমার বেশ পাগল পাগল দশা। পুরো পাগল হয়ে গেছি মনে করে সে যদি ৯১১-এ কল করে পুলিশ ডাকে তাহলে তো আম-ছালা সবই যাবে!

মেজাজ ঠান্ডা করতে এক গ্লাস মাঠা খেলাম। কানাডায় এর ইংরেজি নাম AYRAN (আয়রান বা আইরান)। দারুণ নোনতা স্বাদ। একদম পুরান ঢাকার ঠাটারি বাজারের মাঠার মতোন।
মাঠা খাওয়ার পর মেজাজ ফুরফুরা।

এবার চলুন একটা নিষ্পাপ ছড়া পাঠ করা যাক। ২০১৪ সালে চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ‘লিলিপুটের ছোট ভাই’ নামের ছোটদের উপযোগী আমার ছড়ার বই থেকে ছড়াটা তুলে দিচ্ছি। আপনাদের ভালো লাগবে কী না জানি না। কিন্তু যদি লাইগা যায়? ]

লিলিপুটের ছোটভাই
লুৎফর রহমান রিটন

লিলিপুটের ছোটভাইটা ছোট্ট এত্তোটুকুন
আড়াই ইঞ্চি উচ্চতা তার, নামটা হলো প্রুকুন।

লিলিপুট তো নিজেই খুদে ভাইটা আরো ছোট
প্যান্ট পাজামা শার্ট ছোট তার, আর ছোট তার কোটও।
ইশকুলে বা খেলার মাঠে কেউ দেখে না তাকে
লিলিপুটের বুক পকেটে লুকিয়ে সে থাকে।
মাঝে মাঝে ফুঁচকি দিয়ে বের করে সে মাথা
প্রুকুন সোনা লিলিপুটের খুব আদরের ভ্রাতা।
‘ভ্রাতা মানে ভাই’ জানো তো? ইংরেজিতে ব্রাদার
লিলিপুটদের আত্মীয় হয় গ্যালিভারের ফাদার।
লিলিপুটের ছোটভাইটা ছোট্ট এত্তোটুকুন
ঝাঁকড়া চুলের প্রুকুন বাবুর মাথা ভর্তি উকুন!

প্রুকুন সোনা প্রুকুন সোনা যতোই তাকে ডাকো
প্রুকুন জবাব দিলেও তুমি শুনতে পাবে নাকো।
কারণ প্রুকুন কথা বলে এতোই নিচু স্বরে
হই-হল্লার ভেতরে তার কণ্ঠ চাপা পড়ে।

লিলিপুটের ছোটভাইটার কণ্ঠস্বরটা মিহি
গান গায় সে, হাসতে পারে হাহা হোহো হিহি।
সেবার খুদে গানরাজে সে সেকেন্ড হয়েছিলো!
ডিরেকটররা নায়ক হবার জন্যে অফার দিলো—
কিন্তু প্রুকুন এত্তোটুকুন আড়াই ইঞ্চি মোটে
হায় সিনেমায় এ উচ্চতায় নায়িকা কী জোটে?
নায়িকা নেই সেই কারণেই ফিল্মে গেলো না সে
ছোট্ট প্রুকুন হুকমা হুকুন নাচতে ভালোবাসে।
যখন তখন নৃত্য করে হুকমা হুকুন হুকুন
লিলিপুটের ছোটভাইটা ছোট্ট এত্তোটুকুন।

হাসবে শুধু কাঁদবে না সে যতোই তাকে বকো—
ছোট্ট প্রুকুন এত্তোটকুন, খায় সে শুধুই চকো!

রচনাকাল/ ০৫ ডিসেম্বর ২০১২
——————————————-
অটোয়া ০৯ মে ২০২০
[বইটির দুর্দান্ত সব ছবি এঁকেছিলেন সুজন চৌধুরী]