কানাডায় গুরুতর অসুস্থ শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারের জন্য লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হোসেন আবুল হোসেন

বায়ান্ন টিভি, লন্ডন

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ 1,274 views
শেয়ার করুন

বিয়ানীবাজার উপজেলার ডিএম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাডা প্রবাসি মুহিউল ইসলাম জায়গীরদার জটিল অসুস্থতা নিয়ে গতকাল কানাডার একটি হাসপাতালে তিনি ভর্তি হন। গত দেড় মাসে এ নিয়ে তিনি তৃতীয় বার হাসপাতালে ভর্তি হলেন। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগ মুক্তি চেয়ে সকলের দোয়া কামনা করা হয়েছে।

এদিকে লন্ডনে অবস্থানরত ডিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারের দ্রুত রোগ মুক্তি কামনা করে গত ২রা সেপ্টেম্বর বুধবার রাত ৮ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত উক্ত মাহফিলে কোরআন তেলাওয়াত ও দুরুদ পাঠের পর তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান রবের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনুর সার্বিক সঞ্চালনা এতে মোনাজাত পরিচালনা করেন ইমাম আবু সুফিয়ান। মাহফিলে শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারে দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান ও গুণাবলী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ডিএম হাইস্কুলের সাবেক শিক্ষক কাউন্সিলার আব্দুল আজিজ তকি, ডিএম হাইস্কুল এক্স স্টুডেন্ট রি ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সদস্য সচিব নাহিন মাহমুদ, আব্দুল মারজান চৌধুরী এলু, হেলাল আহমদ, সাহাব উদ্দিন, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ইউকের আহ্বায়ক মাহমুদ মিয়া মানিক, মফিজুর রহমান চৌধুরী একলিল, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ইউকের সদস্য সচিব আলম চৌধুরী, দীপু জায়গীরদার ও বেলাল আহমদ সহ আরো অনেকে। মাহফিলের পক্ষ থেকে ডিএম হাইস্কুলের প্রত্যেক ছাত্রদেরকে নিজ নিজ এলাকার মসজিদে দোয়ার আহ্বান জানানো হয়।