ঢাকা বিমানবন্দরে ঘুষের খেলা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ 801 views
শেয়ার করুন

ঢাকা বিমানবন্দরে
ঘুষের বাজার গরম এখন
ডলার চলে মন দরে।

টাকার জোরে পাস হয়ে যায়
আবুল রহিম মাগনারে
টাকাহীনা আটকা পড়ে
হুজুর- স্যারের ভাগনারে।

থাকলে টাকা ঘুরবে চাকা
নয়তো খাবেন জিডি
ওগো শহীদ এটা তোমার
গোল্ডেন ল্য ান্ড বিডি?

চুক্তি ঘুষের থাকে যদি
পাড়ি দিবেন সাগর নদী
নয়তো সাধের পাসপোর্টেতে
পড়বে স্যারের সীল-
অপরাধি বনবা তুমি
জীবনটা হয় ‘কিল’।

সিসিটিভি আছে তবু
হয় না এটার ভিউ
বাতাও আবি ও বাংলাদেশ
চলছে এসব ‘কিউ’?