ঢাকা বিমানবন্দরে
ঘুষের বাজার গরম এখন
ডলার চলে মন দরে।
টাকার জোরে পাস হয়ে যায়
আবুল রহিম মাগনারে
টাকাহীনা আটকা পড়ে
হুজুর- স্যারের ভাগনারে।
থাকলে টাকা ঘুরবে চাকা
নয়তো খাবেন জিডি
ওগো শহীদ এটা তোমার
গোল্ডেন ল্য ান্ড বিডি?
চুক্তি ঘুষের থাকে যদি
পাড়ি দিবেন সাগর নদী
নয়তো সাধের পাসপোর্টেতে
পড়বে স্যারের সীল-
অপরাধি বনবা তুমি
জীবনটা হয় ‘কিল’।
সিসিটিভি আছে তবু
হয় না এটার ভিউ
বাতাও আবি ও বাংলাদেশ
চলছে এসব ‘কিউ’?


