আমিরাতে অসহায় প্রবাসীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
হাবিবুর রহমান ফজলু হাবিবুর রহমান ফজলু
আল আইন, ইউ এ ই
আমিরাতে অসহায় প্রবাসীদের জন্য মাননীয়প্রধানমন্ত্রীর পাঠানো উপহার খাদ্য সামগ্রী দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর মাধ্যমে গতকাল শুক্রবার দুবাই শারজা ও আজমানে অসহায় প্রবাসীদের মাঝে বিতরণ করেন দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন । প্রধানমন্ত্রীর পাঠানো উপহার খাদ্যসামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার কনসাল জেনারেলের মাধ্যমে এই সময় সংগঠন দু’টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভানেত্রী মিসেস কাউছার নাজ, দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, পরিষদের সদস্য ব্যান্কার আসলাম অশিনা শর্মি।
প্রবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সুন্দর ভাবে বিতরণ করতে পারায় সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি বলেন, প্রবাসীদের এই দুর্যোগমুহুত্বে মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো এই উপহার প্রবাসীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।


