সৈয়দপুর রেলওয়ে কারখানা ঘুরে দেখলেন ভ্রমণ কণ্যা এলিজা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ 624 views
শেয়ার করুন

দেশের সর্ববৃহৎ নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন এলিজা বিনতে এলাহী। বিশ্ব হেরিটেজ বা ঐতিহ্য ভ্রমণ কন্যা হিসেবে পরিচিতি তিনি । সফরে এসেছিলেন ঐতিহ্য অনুসন্ধানে। তিনদিনে সফরে তিনি শুধুমাত্র রেলওয়ে কারখানা নয় ঐতিহ্য অনুসন্ধানে পেয়েছেন আরো অনেক কিছু।

সফর শেষে বুধবার সন্ধায় সৈয়দপুর শহর নিয়ে সাংবাদিকদের কাছে তার মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, কেবল রেলকে ঘিরেই একটি জনপদ গড়ে উঠেছিল, একটি শহর সভ্যতা গড়ে উঠেছিল সেই উপনিবেশ আমলে। এত প্রাচীন একটি স্থাপনাকে ঘিরে অনেক বড় পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে।

এলিজা বিনতে এলাহী ২৩ আগস্ট নীলফামারীর রেলওয়ে শহর সৈয়দপুর ভ্রমণে আসেন। অবস্থান করেছিলেন রেলওয়ের অফিসার্স ক্লাবের গেস্ট হাউজে। গত তিন দিনে সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ এই শহরে অবস্থিত রেলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি ঘুরে দেখেন টেলিগ্রাফ ভবন, চিনি মসজিদ, গোলাহাট বধ্যভূমি ও সৈয়দপুর বিমানবন্দর।
এলিজা ইতোমধ্যে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। একাধারে বিশ্বের অর্ধশতাধিক দেশ ঘুরে দেখেছেন। এসব নিয়ে ইংরেজি ভাষায় দুটি গ্রন্থ রচনা করেছেন। পুনরায় তিনি ‘কোয়েস্ট অ্যা হেরিটেজ জার্নি’ প্রকল্পের আওতায় ‘সিজন টু’ নামে ভ্রমণ শুরু করেছেন।

সৈয়দপুর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা অনেক প্রাচীন হওয়ায় অনেক পুরোনো মেশিনপত্র, ঐতিহ্য এখানে রয়েছে। যা পর্যটন অকৃষ্ট করতে পারে। বিদেশিরাও আসতে পারেন এখানে। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি এ শিল্পের বিকাশে কাজ করছেন। এর ফলে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা আরও উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন। এক্ষেত্রে সৈয়দপুরে রেলওয়ে জাদুঘর স্থাপনে গুরুত্বারোপ করেন তিনি । সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্ম ১৮৭০ সালে। ১৯৪৭ সালে নির্মিত একটি প্রেসিডেন্ট সেলুন আছে সৈয়দপুর কারখানায়, যা দেখে তিনি চমৎকৃত হয়েছেন।