শান্তিগঞ্জের দরগাপাশায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫ 13 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শুরু হওয়া এই চক্ষু চিকিৎসা চলে বিকাল ৪টা পর্যন্ত। চার ইউনিয়নের ৪ শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। জটিল রোগে আক্রান্ত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়া জানান, পশ্চিম পাগলা, দরগাপাশা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মানুষদের মাইকিং করে দাওয়াত করা হয়েছে। ইউনিয়নগুলোর সুবিধা বঞ্চিত, হতদরিদ্র থেকে শুরু করে সব শ্রেণির মানুষ এই সেবা গ্রহণ করতে এসেছেন। যারা টাকাপয়সার অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না তাদের এটি একটি দারুণ সুযোগ। আমাদের দ্বিতীয় কার্যক্রম হচ্ছে শিক্ষা নিয়ে। ২০২৬ সালে শিক্ষায় আমার ইউনিয়নকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইবো। দেশের সবাই তো করবেনই বিশেষ প্রবাসে যারা আছেন তারা বিশেষ সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করি। সব ধরণের সেবার বাড়িয়ে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার ইচ্ছা আছে আমার।

দিনব্যাপী চিকিৎসা চলাকালে চক্ষু শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, বিএনপি নেতা সাব্বির আহমদ, ছালেক উদ্দিন, মুকিত মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুবদল নেতা মনছুর উদ্দিন, শ্যামল চৌধুরী, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলেন ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান রাজাসহ আরো অনেকে।

উপকারভোগী ও আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্রী কলি আক্তার ও ইসলামপুর গ্রামের ৮৫ বছর বয়সী বাউল শিল্পী নূর আলী বলেন, এখানে সহজেই আমরা সেবা নিতে পেরেছি। টাকাও লাগেনি। চিকিৎসা সেবা ভালো। চেয়ারম্যান সাহেবসহ যারা এই উদ্যোগটি নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।