রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক প্রদর্শন করা হয়েছে। ম্যাজিক প্রদর্শন করেন সুনাই রাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জুরুল আলম। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার ও রাইজিং সান কিন্ডার গার্টেনের শিক্ষিকা মাছুমা রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুল হক সেলিম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান।

এসময় উপস্থিত ছিলেন- রাইজিং সান কিন্ডার গার্টেনের পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম, পাগলা বাজারের ব্যবসায়ী আবদুন নূর সাদ্দক, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, ব্যবসায়ী মানিক মিয়া, প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাজহারুল ইসলাম, ঝুমন আহমদ, পারভীন আক্তার, আঞ্জুমান আক্তার, বিউটি দাস, জহুরা সুলতানা জেবিসহ আরো অনেকে।
সব শেষে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুল দেন অতিথিবৃন্দ। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত পরিবেশনা, ছড়া-কবিতা আবৃত্তি ও নৃত্য প্রদর্শন করা হয়েছে।


