শহীদ হাদীর মাগফিরাত কামনায় বীরগাঁওয়ে মোনাজাত

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫ 6 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিতার কামনায় সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রাত সাড়ে ৭টায় ইউনিয়নের পশ্চিমপাড়ায় ফয়জুল হক মার্কেটে এই মোনাজাত সম্পন্ন হয়। ইউনিয়নের সর্বস্তরের জনতার উদ্যোগে এ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মোনাজাত পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন মুরুব্বি নুর জালাল করিম।  উদ্যোক্তা ও যুব সংগঠক কবি আজমল আহমদের সঞ্চালনায় এতে মোনাজাত পরিচালনা করেন বীরগাঁও খালপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিনুর আলম।

বিপ্লবী হাদীর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাও. জুবায়ের আল মাহমুদ, শিক্ষক মাও. নুর আহমদ, ইউপি সদস্য জুবায়েল আহমদ, সাঈম উদ্দিন, আব্দুল বাসিত, শিক্ষক মিজানুর রহমান মাহিন, সমাজকর্মী সুয়েব আহমদ সেলু, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার ও কবি জুমায়েল বক্স। এসময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, মহাবিপ্লবী শহীদ হাদীর শাহাদাতের প্রেরণায় উদ্বুদ্ধ ও উজ্জীবিত হয়ে আধিপত্য বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে   আগামীর বাংলাদেশ বিনির্মান করা হবে। অচিরেই হাদীকে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের সবাইকে আদিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ্ যেনো শহীদ হাদীকে জান্নাতের উঁচু মা’কাম দান করেন।