শান্তিগঞ্জের পাগলায় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ফাইনাল খেলার মধ্য দিয়ে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের সমাপ্তি হয়েছে। শুক্রবার রাত ৮টায় ব্রাহ্মণগাঁও বড়বাড়ির ইউপি সদস্য খলিলুর রহমান খলিলের বাড়ির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করে শাপলা স্পোর্টিং ক্লাব।
খেলায় ট্রাইবেকারের মাধ্যমে লন্ডন এফসিকে ১-০ গোলে হারিয়ে টানা ৩ বারের মতো চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক শাপলা স্পোর্টিং ক্লাব। সেরা খেলা প্রদর্শন করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন লন্ডন এফসির খেলোয়ার সালমান আহমদ।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান খলিল, সমাজসেবী জাবেদ নূর, আবুল মিয়া, জোবায়েল আহমদ, হোসেন আলী, ইয়ান নূর, গুলজার আহমদ, আবদুল আলীম, খালেদ আহমদ, তাহাজ্জুদ আলী, মনছুর আলী, শাহান আহমদ, অমল দাস, শাহ আলম, সাবান নূর ও শাফিক নূরসহ খেলা আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ। খেলায় সার্বিক সহযোগিতা করেন- খলিলুর রহমান খলিল, আজাদ মিয়া, ইসলাম উদ্দিন, আবুল কালাম ও জনি দেব।
ফাইনাল খেলা পরিচালনা করেন সুজেল আহমদ,
সহকারি রেফারির দায়িত্ব পালন করেন গোবিন্দ সূত্রধর, বিকু সূত্রধর ও চরিত্র সূত্রধর।


