প্লাজমা ডোনেট করতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ৫৬ জন ঢাকায়

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ 406 views
শেয়ার করুন

“করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।” এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশের ৫৬ জন করোনা জয়ী এন্টিবডি পজেটিভ পাওয়া সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেছেন।

শনিবার সকালে এসব পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজার বাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময়ে করোনা জয়ী এবং করোনায় আক্রান্ত পুলিশ সদস্যসহ সকল করোনা আক্রান্তদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় করোনা কালে দ্বায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের যেসব সদস্য আক্রান্ত হয়ে পুনরায় সুস্থ্ হয়েছেন। তাদের মধ্য থেকে ৬৫ জনকে ঢাকায় প্লাজমা দেয়ার জন্যে পাঠানো হয়েছে।

এর আগে গত ০৯ জুলাই কুমিল্লা থেকে ২৭ জন করোনা জয়ী পুলিশ সদস্য ঢাকায় গিয়ে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেন।